Howrah

May 10 2023, 07:47

*নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল লরি*

ভোর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে একটি ১৬ চাকার লরি। স্থানীয় বাসিন্দা ও ট্রাফিক সূত্রে জানা যাচ্ছে ভোর চারটে ১৫ নাগাদ এই ষোল চাকার লরিটি হাওড়ার দিক থেকে শিবপুরের দিকে যাবার সময় সন্ধাবাজারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ফুটপাতে ধাক্কামেরে নিয়ন্ত্রণ রাখতে না পেরে উল্টে যায়। তবে এই দুর্ঘটনায় কেউ আহত না হলেও আপাতত বন্ধ রাখা হয়েছে জি টি রোড। ট্রাফিক গার্ডের পক্ষ থেকে আপাতত উল্টে যাওয়া গাড়িটি সরানো কোন ব্যবস্থা করা হয়নি।

Howrah

May 09 2023, 15:22

*অরূপ রায়ের উপস্থিতিতে আয়োজিত হল রবীন্দ্রজয়ন্তী*


কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তী উপলক্ষে হাওড়া শরৎ সদন ১ নং প্রেক্ষাগৃহ। "কবিগুরু বন্দনায়" আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় দপ্তরের মন্ত্রী অরূপ রায়, ডোমজুড়ে বিধায়ক কল্যাণ ঘোষ ও হাওড়া পুরনিগমের মুখ্য প্রশাসক ডাক্তার সুজয় চক্রবর্তী । কবিগুরুর জন্মদিন উপলক্ষে সারাদিন ধরে বিভিন্ন শিল্পীরা অংশ নেবেন আজকে অনুষ্ঠানে ।

Howrah

May 08 2023, 14:27

*প্রচণ্ড তাপপ্রবাহ ! ষ্টেশনে প্রাণ হারালেন যুবক*

হাওড়া স্টেশনে অস্বাভাবিক মৃত্যু হলো এক যুবকের।আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে ১৭ নম্বর প্লাটফর্মে।আজ গুরুতর অসুস্থ হয়ে লুটিয়ে পড়ে প্লাটফর্মে।হাওড়া হাসপাতালে তাকে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।রেল সূত্রে জানা গিয়েছে ওই যুবকের নাম সুরেন্দ্র যাদব। বাড়ি উত্তর প্রদেশে। এ দিন সকালে তিনি ট্রেন থেকে নামার পর অসুস্থ হয়ে পড়েন।

আরপিএফ এবং রেলের কর্মীরা তাঁকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঠিক কী ভাবে মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি।প্রচন্ড গরমের কারণে ওই যুবক অসুস্থ হয়ে মারা যান নাকি অন্য কোনো কারন রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহটি ময়নাতদন্ত করা হবে।

Howrah

May 07 2023, 18:55

হাওড়া স্টেশনে প্রচুর পরিমান সোনার গয়না সহ আটক এক ব্যক্তি


হাওড়া: হাওড়া স্টেশন থেকে প্রচুর পরিমান সোনার গহনা সহ আটক এক ব্যক্তি। ২,৯৮৫ গ্রাম সোনার গহনা বাজেয়াপ্ত করে আর পি এফ।যার আনুমানিক মূল্য ১,৭৭,৪৫,৪২৫ টাকা।আর পি এফ সূত্রে জানা গেছে হাওড়া স্টেশনে গতকাল নজরদারি চালাচ্ছিলো ক্রাইম প্রিভেনশন এন্ড ডিটেকশন স্কোয়াডের টিম।

তখনই এক ব্যক্তিকে সন্দেহভাজন হয়ে ঘুরতে দেখা যায়।তার ব্যাগে তল্লাশী চালিয়ে বিপুল পরিমাণ সোনার গহনা পাওয়া যায়।তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তার নাম অভিজিৎ কুমার।বাড়ি বিহারের মজফরপুরে।তিনি গহনার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।আর পি এফ এর আধিকারিকরা তাকে কাস্টমস আধিকারিকদের হাতে তুলে দেন।

Howrah

May 07 2023, 17:56

থানা থেকে পালিয়ে গঙ্গায় ঝাঁপ এক দুস্কৃতির,পরে উদ্ধার


হাওড়া: বালি পুলিশের অসতর্কতায় থানা থেকে পালিয়ে গেল চোর। থানা থেকে সোজা দৌড়ে গঙ্গা ঝাঁপ মারে সেই দুষ্কৃতী। পিছন পিছন তাড়া করে পুলিশ কিন্তু গঙ্গায় ধারে গিয়ে অসহায় হয়ে যায়। সাঁতারের পটু চোর ততক্ষণে সাঁতার কেটে বেশ কিছুটা দূরে চলে গেছে এবং জোয়ারের টানে সে ধীরে ধীরে বালি ব্রিজের দিকে চলে যায়। কিংকর্তব্যবিমূঢ় পুলিশ এবং সাধারণ মানুষের গঙ্গার ঘাট থেকে চোর চোর চিৎকার করতে থাকে।

ব্রিজের কাছাকাছি থাকা একটি নৌকার মাঝিদের নজরে পড়ে বিষয়টি।ততক্ষণে পুলিশ নয় একজন সাধারণ মানুষ চোরকে তাড়া করে গঙ্গায় ঝাঁপ মারে । দীর্ঘ সাঁতারের ক্লান্ত চোর ততক্ষণে বাঁচার জন্য নৌকা আকড়ে ধরে বাঁচার চেষ্টা করে।অতঃপর তাকে নৌকায় তুলে নিমতলা ঘাট থেকে থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে কিছু বলতে না চাইলেও কি করে থানা থেকে একজন ধরা আসামি পালিয়ে যায় সে প্রশ্ন কিন্তু উঠছে।

Howrah

May 07 2023, 17:06

নিজের ঘরে থেকে রক্তাক্ত দেহ উদ্ধার যুবকের


হাওড়া: নিজের ঘরে রক্তাক্ত দেহ উদ্ধার এক যুবকের।ঘটনায় চাঞ্চল্য এলাকায়।ইস্ট ওয়েস্ট বাইপাস বস্তির ঘটনা।তদন্তে ব্যাটরা থানার পুলিশ।

আজ ব্যাটরা থানার অন্তর্গত ইস্ট ওয়েস্ট বাইপাস সংলগ্ন বস্তিতে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়।নিজের ঘরেই দৌলত আলী মোল্লা নামে ওই যুবকের দেহ উদ্ধার হয়।তার মা রহিমা বিবি জানান কয়েকদিন ধরে ছেলে বলছিলো তাকে কেউ খুন করবে।কিন্তু কে বা কারা একাজ করতে পারে সে বিষয়ে কিছু জানায়নি।

রহিমা বিবি আরো জানান শারীরিকভাবে অসুস্থ ছিলো তার ছেলে।মাথার যন্ত্রণা সহ্য করতে পারতো না।চিকিৎসা চলছিলো।গতকাল দেশের বাড়ি থেকে এখানে আসে।আজ এই ঘটনা ঘটে।বাঁশের ব্যবসা করতো দৌলত আলী মোল্লা।আজ মৃতদেহের পাশে বৈদ্যুতিন করাত মেশিন পাওয়া যায়।এটা চালিয়ে মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

পুলিশের ও পরিবারের লোকজন মনে করছে এটা আত্মহত্যার ঘটনা।পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।মৃত্যুর সঠিক কারণ জানার চেষ্টা চলছে।আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে তদন্ত শুরু হয়েছে।

Howrah

May 07 2023, 16:12

মাথার যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মঘাতী যুবক


হাওড়া:মাথার যন্ত্রণা সহ্য করতে না পেরে ঘরের মধ্যে আত্মঘাতী এক যুবক। রবিবার সকালে ঘটনাটি ঘটে টিকিয়াপাড়ার ইস্ট ওয়েস্ট বাইপাস সংলগ্ন এলাকায়। মৃতের নাম দৌলত আলি মোল্লা (২৯)। পুলিশ সূত্রের খবর দীর্ঘদিন অসুস্থ ছিলেন দৌলত। হাওড়া জেলা হাসপাতালে তার চিকিৎসাও চলছিল। কিন্তু মাথার যন্ত্রণা সহ্য করতে না পেরে আজ সকালে সে ঘরের মধ্যে বৈদ্যুতিক করাত নিজের গলায় চালিয়ে দেয়।

ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে। পরে তাকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ব্যাটরা থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মাথার যন্ত্রণা সহ্য করতে না পেরে সে মানসিক অবসাদে ভুগছিল। সেই থেকেই এই আত্মহত্যার ঘটনা।

Howrah

May 06 2023, 16:13

ভিখারি সেজেও শেষ রক্ষা হল না চোরের


হাওড়া:ভিখারি সেজে অভিনব কায়দায় চুরি করতে এসে হাতেনাতে ধরা পরল দুজন। শনিবার সকালে ঘটনাটি ঘটে হাওড়ার চামরাইলে। পুলিশ এই ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

পুলিশ সূত্রে খবর শনিবার সকাল সাড়ে নটা নাগাদ লিলুয়ার থানার অন্তর্গত চামরাইল মন্ডলপাড়ায় এক গৃহস্থের বাড়িতে চুরির উদ্দেশ্যে হানা দেয় দুজন। এক মহিলা শিশু কোলে একজন পুরুষ সঙ্গীকে সঙ্গে নিয়ে মিঠু খার বাড়িতে ঢোকে। সেই সময় ওই বাড়ির দোতলায় পরিবারের লোকজন ঘুমোচ্ছিলেন। নিচের দুটি ঘরে ছিটকানি আটকে বাড়ির মহিলারা ছাদে কাপড় শুকাতে যান। হঠাৎ এক শিশুকে কোলে নিয়ে এক মহিলা এবং পুরুষ তার পুরুষ সঙ্গী ভিক্ষা চাওয়ার আছিলায় ঘরে ঢুকে পড়ে।

এরপর তারা নিচের দুটি ঘরে আলমারি খুলে এবং খাটের বিছানা তুলে তল্লাশি চালাতে থাকে। এই সময় হঠাৎ বাড়ির এক মহিলার নজরে এলে তিনি ঘরে ঢুকে চিৎকার জুড়ে দেন। চিৎকার শুনে পরিবারের অন্য লোকেরা ছুটে এসে ওই দুজনকে হাতেনাতে ধরে ফেলেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জগদীশপুর পুলিশ ফাঁড়িতে। পুলিশ ছুটে এসে এক শিশু সমেত তিনজনকে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।

ওই মহিলা এবং তার পুরুষ সঙ্গীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আক্রান্ত পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে আটক দুজন বানজারা। এরা রাজস্থানের আদিবাসী। বেশ কিছুদিন ধরে তারা হাওড়ায় থাকছে। চুরি করতে তারা ওই বাড়িতে ঢুকে ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Howrah

May 05 2023, 21:34

*এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ৪ টি সোনা পেল বাংলার মেয়ে*

কেরালার আলাপুঝায় অনুষ্ঠিত এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ৪ টি সোনা জিতে নিল বালির মেয়ে স্নেহা ঘরামি। উল্লেখ্য ওই প্রতিযোগিতায় স্নেহার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ দেওয়ার সামর্থ ছিল না তার। হতাশায় ভেঙে পড়েছিল ১৭ বছরের স্নেহা। তার সাহায্যে এগিয়ে এসেছিলেন ডোমজুড়ের বিধায়ক কল্যান ঘোষ।

তিনিই প্রতিযোগিতায় যোগ দেওয়ার সম্পূর্ণ অর্থ দেন স্নেহাকে। এরপরই সব বাধা কেটে গেলে অনুশীলনে মনোসংযোগ করেন স্নেহা। স্নেহার সাফল্যে বাংলার গৌরব বাড়ল বলেই মনে করছেন পাওয়ার লিফটিং এর সঙ্গে যুক্ত সমস্ত প্রতিযোগী, খেলোয়াড় ও সংগঠকরা। স্নেহা ব্যক্তিগত প্রতিযোগিতায় ৩ টি ও দলগতভাবে ১ টি সোনা জিতেছে বলে এখনও পর্যন্ত জানা গেছে। এশিয়ান পাওয়ার লিফটিং এ বেশ কয়েকটি রেকর্ডও করেছে সে।

Howrah

May 04 2023, 18:34

*বকেয়া পেনশনের দাবিতে বিক্ষোভ*

বকেয়া পেনশনের দাবিতে হাওড়া কর্পোরেশনের গেটের সামনে বাটি হাতে বিক্ষোভ হাওড়া পৌর নিগম অবসরপ্রাপ্ত কর্মচারীবৃন্দের।সি ইউ ডি পি ৩ চাকরি পাওয়া অবসরপ্রাপ্ত কর্মচারীরা দীর্ঘ চার বছর পেনশন না পাওয়ায় এদিনের এই বাটি হাতে বিক্ষোভ কর্মসূচি। বারংবার হাওড়া পৌর নিগম কর্তৃপক্ষকে জানানোর পরেও কোন ফল না মেলায় আজ বাটি হাতে পথে নেমেছেন হাওড়া পৌর নিগম অবসরপ্রাপ্ত কর্মচারীরা।

আজ রাজ্য কো অর্ডিনেশন কমিটির ডাকে নবান্ন অভিযান।আর এই কর্মসূচি তে হাওড়া পুর সভার বিরুদ্ধে চূড়ান্ত অসহযোগিতার অভিযোগ করলেন আন্দোলনকারীরা।তারা জানান তীব্র গরমে উপেক্ষা করে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সংগঠনের সদস্যরা আসছেন।অথচ কোনো পানীয় জলের ব্যবস্থা করেনি হাওড়া পুরসভা।লিখিতভাবে চার গাড়ি পানীয় জল চেয়ে পুরসভায় আবেদন করা হয়েছিলো।কিন্তু জল দেয়নি পুরসভা।বারোই জুলাই কমিটির হাওড়া জেলার আহবায়ক বিজন মান্না জানান চূড়ান্ত অসহযোগিতা করলো হাওড়া পুরসভা।খুবই অমানবিক বিষয়।

হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানান আন্দোলন যে কেউ করতে পারে, সেই অধিকার সবার আছে।কিন্তু কোনো আন্দোলন কর্মসূচি থাকলে তারজন্য পুলিশের অনুমতি প্রয়োজন।সেকারনে পুলিসের অনুমতি পত্র দিতে বলা হয়েছিলো।কিন্তু পুরসভায় সেটা জমা পড়েনি।অন্যদিকে আজকের নবান্ন অভিযান নিয়ে পুকুশি ব্যবস্থা জোরদার করা হয়েছে।ব্যারাকপুর ও বিধাননগর থেকে উছপদস্থ আধিকারিকরা এসেছেন।জি টি রোডে মল্লিক ফটকে লোহার ব্যারিকেড করা হয়েছে।রাখা হয়েছে জল কামান।